চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে এসি চালু রাখলে শপিং মলের দরজা বন্ধ রাখার আহবান

প্রকাশ: ২৫ জুলাই, ২০২২ ৩:৪২ : অপরাহ্ণ

জ্বালানির অপচয় রোধে শপিং মলগুলোকে এসি চালু রাখার সময় এর দরজা বন্ধ রাখার পাশাপাশি সীমিত পরিসরে নিয়ন লাইট ব্যবহারের আহবান জানানো হয়েছে। দেশটির একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন। খবর বিবিসি।

এই নিয়ম ইতোমধ্যে দেশটির কিছু এলাকায় চালু হয়েছে। তবে বৃহৎ পরিসের এ নিয়ম চালু করতে তৎপরতা শুরু করেছে দেশটির ইকোলজিক্যাল ট্রান্সজিশন মন্ত্রণালয়।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের পর ইউরোপে জ্বালানি সংকট বেড়েছে। এজন্যই এ নীতি জারি করা হয়েছে। যদি কোনো শপিং মলের মালিক এ নিয়ম না মানে তাহলে তাকে ৭৫০ ইউরো জরিমানা করা হচ্ছে।

স্থানীয় রেডিও স্টেশনকে মন্ত্রী বলেন, এসি চলার সময় দরজা খোলা রাখা অযৌক্তিক। তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় দুটি নির্দেশনা জারি করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- ডিজিটাল বিলবোর্ড বিজ্ঞাপন এবং নিয়ন আলো ব্যবহার সীমিতকরণসহ এসি চলার সময় দোকানের দরজা বন্ধ রাখা।

এদিকে ফ্রান্সে অতিরিক্ত গরম পড়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে এসির চাহিদা। এ সময়ে মন্ত্রণালয় থেকে এমন আদেশ জারির ফলে সমস্যায় পড়েছে দেশটির সাধারণ মানুষ।

Print Friendly and PDF