চট্টগ্রাম, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তেল খরচ করে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করার নির্দেশ

প্রকাশ: ২৫ জুলাই, ২০২২ ৪:৩৪ : অপরাহ্ণ

PM-sheikh-Hasina

জ্বালানি ব্যবহার কমাতে গাড়ির তেল খরচ করে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, দেশে এখন জ্বালানি নিয়ে সংকট আছে তবে এই সমস্যা বেশিদিন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনও সমস্যা সমাধানের জন্য পারদর্শী।

তিনি আরও বলেন, আজকের মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী তেল খরচ করে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করে ভার্চুয়ালি যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।

Print Friendly and PDF