প্রকাশ: ২৫ জুলাই, ২০২২ ৪:০৩ : অপরাহ্ণ
সেতু থেকে ছিটকে নদীতে পড়ে একটি বাস দুঘটনায় অন্তত ২৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় রোববার (২২ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, মডার্ন কোস্ট কোম্পানির ওই বাসটি মেরু শহর থেকে বন্দর শহর মোম্বাসার দিকে যাওয়ার পথে নিথি ব্রিজ থেকে ৪০ মিটার নিচে নদী উপত্যকায় পড়ে যায়।
রাষ্ট্রীয় মালিকানাধীন কেবিসি টেলিভিশনের খবর অনুযায়ী, বাসটি মেরু শহর থেকে উপকূলীয় শহর মোম্বাসার দিকে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। জীবিতদের সন্ধান এবং মৃতদেহ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কাউন্টি কমিশনার নোবার্ট কোমোরাকে উদ্ধৃত করে ডেইলি নেশন জানিয়েছে, নাইরোবি হাইওয়ের পাশে কুখ্যাত নিথি নদীর সেতুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বাসটি ব্রেক ফেইল করার কারণে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে চীনের সিজিটিএন এর খবরে বলা হয়েছে, কেনিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।