চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ , ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইরানে অতিথির ছোড়া গুলিতে বিয়ের কনের মৃত্যু

প্রকাশ: ২৫ জুলাই, ২০২২ ৪:৪৭ : অপরাহ্ণ

বিয়ের অনুষ্ঠানে অতিথির ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন বিয়ের কনে। অতিথির উল্লাসের সময় ছোড়া একটি গুলিতে আচমকা বিদ্ধ হয়ে কনের প্রাণহানির এই ঘটনা ঘটেছে ইরানে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, কনের নাম মাহভাশ লেঘাই (২৪)। বিয়েতে আসা বর পক্ষের একজন অতিথি উৎসবের জানান দিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

ইরানি আইনে বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য গুলি ছোড়ার প্রথা অবৈধ হলেও সেখানে তা মানা হয়নি।
এক অতিথির ছোড়া গুলি কনে মাহভাশের মাথার খুলি ভেদ করে বেরিয়ে আরও দু’জনের শরীরে আঘাত হানে। সাথে সাথে মাহভাশকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে অন্য দু’জন আহত অতিথি বেঁচে গেছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি ছোড়া ব্যক্তিকে শনাক্ত করে। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি বরের চাচাতো ভাই। তারা বলেছেন, ওই ব্যক্তি অস্ত্র নিয়ন্ত্রণে দক্ষ ছিলেন না।

Print Friendly and PDF