চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলেম সমাজ চুপ থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৪ জুলাই, ২০২২ ৩:২৩ : অপরাহ্ণ

আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে দেশের জঙ্গিবাদ দমন করলেও এ বিষয়ে আলেম সমাজ চুপ থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দেয়ার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (২৪ জুলাই) সকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে কাউন্টার টেরোরিজম ইউনিটের ব্যবস্থাপনায় প্রকাশিত ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাংলাদেশকে এক সময় সিরিয়া বানানোর চক্রান্ত করা হয়েছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়াজ-মাহফিলে জঙ্গিবাদ নিয়ে কেন কথা বলা হয় না, সে বিষয়ে অনুষ্ঠানে প্রশ্ন রাখেন পুলিশ প্রধান।

Print Friendly and PDF