চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আম খেতে চাওয়ায় ভাতিজির গলা কেটে বস্তায় ভরলেন কাকা!

প্রকাশ: ২৪ জুলাই, ২০২২ ১১:৪৫ : পূর্বাহ্ণ

আম খেতে চাওয়ায় ভাতিজির গলা কেটে বস্তায় ভরলেন কাকা!

আম খাওয়ার জন্য বারবার বায়না করছিল ৫ বছরের ভাতিজি খায়রু নিসা। তখন খাবার খাচ্ছিলেন কাকা। ভাতিজি আম খাওয়ার বায়না করায় মেজাজ হারান তিনি। এরপর ছোট্ট ভাতিজিকে হত্যা করে বস্তায় ভরেন তিনি।

এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শামলির খেদা কুর্তান গ্রামে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আম খাওয়ার বায়না করায় বিরক্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি উমারদিন রড দিয়ে প্রথমে নিজের ভাতিজির মাথায় আঘাত করেন। তারপর রক্তপাত দেখে ঘাবড়ে গিয়ে তার গলার নলি কেটে বস্তায় ভরেন।

খায়রুর খোঁজ না পাওয়ায় স্থানীয়দের নিয়ে তল্লাশি শুরু করেন পরিবারের লোকজন। তখন খায়রুকে খুঁজতে স্থানীয়দের সঙ্গে উমারদিনও বের হন। কিন্তু পুলিশ তাকে সন্দেহ করতেই গা ঢাকা দেন তিনি।

পরে গ্রাম সংলগ্ন একটি জঙ্গল থেকে উমারদিনকে গ্রেপ্তার করা হয়। শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Print Friendly and PDF