প্রকাশ: ২৩ জুলাই, ২০২২ ১২:৪৭ : অপরাহ্ণ
রুশ বাহিনী চলতি মাসের শুরুতে ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত চারটি উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম হাইমার্স ধ্বংস করেছে। শুক্রবার (২২ জুলাই) এক নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরার।
ব্রিফিংয়ে জানানো হয়, রুশ বাহিনী চলতি মাসের ৫ থেকে ২০ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি হাইমার্সের ৪টি লঞ্চার ও একটি লোডিং মেশিন ধ্বংস করেছে।
এদিকে কিয়েভ মস্কোর দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সমর্থনকে দুর্বল করার জন্যই এমন দাবি করছে রাশিয়া। এছাড়া রাশিয়া ইউক্রেনের জনগণকে আতঙ্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে শহরগুলিতে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা তীব্রতর করেছে বলে অভিযোগ ইউক্রেনের।