চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভবিষ্যৎ চিন্তা করে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৩ জুলাই, ২০২২ ২:০৪ : অপরাহ্ণ

PM-sheikh-Hasina

ভবিষ্যৎ চিন্তা করেই বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। কোনোভাবেই অপচয় করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জুলাই) বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় সরকারপ্রধান বলেন, উন্নত দেশগুলোও অবস্থাও করুণ। তারাও বলছে বিদ্যুৎ সাশ্রয়ের কথা। কারণ জ্বালানির দাম বাড়ায় সারা বিশ্বেই দুর্বিষহ অবস্থা। এ সময় তৃণমূলের উন্নয়নে জনমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার বলে জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রশাসনের পরিবর্তনের ধারাবাহিকতায় সরকারি কর্মচারীরা এখন আর জনগণের শাসক নন, তারা এখন জনগণের সেবক। সুশাসন ও জবাবদিহিতা এখন প্রশাসনের মূলমন্ত্র।

প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত সম্মাননাপত্র দেওয়া হয়।

Print Friendly and PDF