চট্টগ্রাম, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নাম সর্বস্ব দলের সাথে বৈঠকের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, দলটি সংকটে আছে: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২৩ জুলাই, ২০২২ ৩:০৮ : অপরাহ্ণ

নাম সর্বস্ব দলের সাথে বৈঠকের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, দলটি নিজেই সংকটে আছে। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৩ জুলাই) দুপুরে এফডিসিতে অভিনেত্রী শর্মিলী আহমেদ এবং সঙ্গীত পরিচালক আলম খানের স্মরণসভায় অংশ নেবার আগে এমন মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে কিছু দলের নাম শুনতে পাওয়া যাচ্ছে। এসব রাজনৈতিক দলকে খুঁজতে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে বলেও দাবি করেন তিনি।

সারা বিশ্বে সংকট চললে তার প্রভাব বাংলাদেশেও পড়বে বলে এ সময় জানান ড. হাছান মাহমুদ। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারণেই পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থায় আছে।

Print Friendly and PDF