চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চবিতে ছাত্রী যৌন নিপীড়নের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

প্রকাশ: ২৩ জুলাই, ২০২২ ১১:১৫ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী নিপীড়নের ঘটনায় মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২২ জুলাই) রাতভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঘটনার মূলহোতা মোহাম্মদ আজিমও রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী। বাকি তিনজন বহিরাগত বলে জানা গেছে।

গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসে এক ছাত্রীকে বন্ধুসহ তুলে নিয়ে যান এ চারজন। তারা ওই ছাত্রীর ওপর দু’ঘণ্টা ধরে যৌন নিপীড়ন চালান। ঘটনা প্রকাশ্যে এলে এর প্রতিবাদে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

এরই মধ্যে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।

Print Friendly and PDF