প্রকাশ: ২১ জুলাই, ২০২২ ৩:০৮ : অপরাহ্ণ
জাতির স্বার্থে এই মুহূর্তে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ জাতীয় পার্টির সাথে সংলাপে এ কথা জানান তিনি।
সিইসি বলেন, অংশগ্রহণমূলক ভোটের জন্য বিএনপিসহ সব দলকে দরকার। তবে ইসি কাউকে ভোটে আসতে বাধ্য করতে পারে না। ভোটের মাঠে পক্ষ-বিপক্ষের উপস্থিতি অনেক অনিয়ম দূর করে। আগামী নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের চেষ্টা করবে কমিশন।
এ সময় জাপা চেয়ারম্যান ডা. এম এ মুকিত বলেন, স্বাধীনতার ৫০ বছর পর নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠা দুঃখজনক। আগের রাতেই ভোট গ্রহণ যেন আর না হয় সেদিকে নজর দেয়ার দাবি জানায় দলটি।