প্রকাশ: ২০ জুলাই, ২০২২ ১২:১০ : অপরাহ্ণ
ট্রেনের টিকিট না পেয়ে ঢাকার বিমানবন্দর স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, মাত্র ৪ মিনিটে শেষ হয়ে গেছে সব টিকিট। যা দেখে খুবই হতবাক তারা।
বুধবার (২০ জুলাই) শিক্ষার্থীরা রেলস্টেশনটিতে ট্রেন চলাচল বন্ধ করে। ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে আগামী ২৫ জুলাই। এজন্য শিক্ষার্থীরা এদিন ২৪ জুলাইয়ের টিকিট ক্রয় করতে চেয়েছিল। তবে, কেবল চারটি টিকিট তারা ক্রয় করতে পেরেছেন বলে জানায়।
শিক্ষার্থীরা জানায়, বাকি টিকিটগুলো উধাও হয়ে গেছে। এ কারণে টিকিট নিশ্চিত না হওয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।