চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জলবায়ু সংকটে বৈজ্ঞানিক পদ্ধতি ও উদ্ভাবনী ক্ষমতার ওপর গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী

প্রকাশ: ২০ জুলাই, ২০২২ ৬:৪২ : অপরাহ্ণ

জলবায়ু সংকটে খাদ্য, ভূমি ও পানির রূপান্তরিত ব্যবহারে বিজ্ঞান ও উদ্ধাবনী সক্ষমতার উপর গুরুত্ব দিতে হবে, বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি গবেষণার আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত সংগঠনের সাথে বাংলাদেশের পার্টনারশিপ বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে অভিযোজন এবং প্রশমনে গবেষণার কোনো বিকল্প নেই, মনে করেন কৃষিমন্ত্রী।

অনুষ্ঠানটিতে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদসহ সংশ্লিষ্ট সব খাতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, সিজিআইএআর’র উদ্যোগ কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে নতুন সুযোগ উম্মোচন করবে।

Print Friendly and PDF