চট্টগ্রাম, শুক্রবার, ১৭ মে ২০২৪ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘লোডশেডিংয়ের কারণে সরকারের পতন; বিএনপির এ স্বপ্ন অচিরেই দুঃস্বপ্ন হবে’

প্রকাশ: ১৯ জুলাই, ২০২২ ৪:৩৩ : অপরাহ্ণ

লোডশেডিং এর কারণে সরকারের পতন হবে, বিএনপি নেতাদের এমন স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে? তাদের কি বিন্দুমাত্র লজ্জা নেই? যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, যাদের শাসনামলে দিনের অর্ধেক সময় লোডশেডিং হতো, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল, তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলে।

জনগণ বিদ্যুৎ সংযোগহীন খাম্বা দুর্নীতির কথা এখনও ভুলে যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিদ্যুতের দাবিতে মিছিলে গুলির কথা, হারিকেন-কুপি নিয়ে বিক্ষোভ এবং বিদ্যুৎ ভবন ঘেরাওয়ের কথা ভুলে যায়নি মানুষ।। বিএনপির আমলে জনগণ বিদ্যুৎ পায়নি, পেয়েছিল খাম্বা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনার কারণে সারা পৃথিবীর অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ ভাইরাসের সঙ্গে সংগ্রাম করেই নিজেদের অর্থনীতিকে সচল রাখা গেছে। রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতি কিছুটা হুমকির মুখে পড়েছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজার চরম অস্থিতিশীল হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

দেশ ও জনগণের কল্যাণে সরকার কর্তৃক নেয়া ব্যবস্থার সঙ্গে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Print Friendly and PDF