চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

প্রকাশ: ১৯ জুলাই, ২০২২ ৩:০৫ : অপরাহ্ণ

ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় শোভোনের মাথায় আঘাত লাগার কারণে তার মাথায় ১২টি সেলাই দেয়া হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে আরো ২ একজন ছিলো তাদের নাম এখন বলা যাচ্ছে না।

মেহেদী হাসান বলেন, আমি জানতে পারছি আজ সকালে কুড়িগ্রাম থেকে স্ত্রীকে নিয়ে ঢাকায় ফিরছিলেন শোভন। পথে শাজাহানপুরের নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেট কার ও হাইসের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করেন।

Print Friendly and PDF