প্রকাশ: ১৯ জুলাই, ২০২২ ৬:৫৫ : অপরাহ্ণ
নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার সুযোগ করে দিতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১৯ জুলাই) ইসলামী ঐক্যজোটের সাথে সংলাপে বসার আগে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
সিইসি বলেন, আগামীতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে করতে চায় ইসি। তাই দলগুলোর পরামর্শ নেয়া হচ্ছে। এদিন সংলাপে ভোটের নির্বিঘ্ন পরিবেশ তৈরি, স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন, ভোটে কালো টাকার প্রভাব বন্ধ এবং জনগনের আস্থা অর্জন করে ইভিএম ব্যবহারসহ ১১ দফা দাবি তুলে ধরে ইসলামী ঐক্যজোট।
ইসির ডাকা তৃতীয় দিনের সংলাপে এর আগে কল্যাণ পার্টি আমন্ত্রিত থাকলেও দলটি অংশ নেয়নি। বিকেলে সাম্যবাদী দল ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। এর আগে সাত নিবন্ধিত দলের সাথে সংলাপ করেছে ইসি। ৩১ জুলাই পর্যন্ত চলবে আলোচনা।