চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ১৮ জুলাই, ২০২২ ২:২০ : অপরাহ্ণ

ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সকালে (১৮ জুলাই) সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক শিক্ষক লাঞ্ছনার বিষয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটেছে। সমাজের সবাইকে এসব নিগ্রহের বিরুদ্ধে নিগৃহীত শিক্ষকের পাশে দাঁড়াতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে।

তিনি আরও বলেন, ভয়াবহ বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখনও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি এবং আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।

তিনি বলেন, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে।

Print Friendly and PDF