চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই, ২০২২ ৬:১৩ : অপরাহ্ণ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৬ই জুলাই) দুপুরে উপজেলার কোর্ট ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাহাঙ্গীর আলম (৪০), স্ত্রী  রত্না বেগম (৩০) ও চার বছরের কন্যা সানজিদা। তাদের বাড়ি ত্রিশালের রায়মণি এলাকায়।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আল্টাসনোগ্রাফি করাতে এসেছিলেন। সঙ্গে তার মেয়েও ছিল। রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। এসময় নিহত  রত্না বেগমের পেটে থাকা নবজাতক শিশু চাপ খেয়ে রাস্তায় প্রসব হয়। নবজাতক মেয়ে বাচ্চাটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।

Print Friendly and PDF