প্রকাশ: ১৬ জুলাই, ২০২২ ১০:৩৪ : পূর্বাহ্ণ
চলতি মাসের শেষদিকে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। মূলত সুদের হার বাড়াতে এ বৈঠকে বসবেন তারা।
তবে সেখানে কি পরিমাণ সুদহার বাড়ানো হবে তা নিয়ে পরিষ্কার নন বিনিয়োগকারীরা। ফলে আপাতত বিনিয়োগ থেকে বিরত থাকছেন তারা। এতে গতকাল শুক্রবার (১৫ জুলাই) বিশ্ববাজারে মার্কিন মুদ্রা ডলারের দাম কমেছে।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগের দিন বৃহস্পতিবার (১৪ জুলাই) আন্তর্জাতিক বাজারে বিগত দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে ডলারের দর। ফলে এতে বিনিয়োগ করা ব্যক্তিরা ব্যাপক মুনাফা অর্জন করেন। কিন্তু দিনের ব্যবধানে তাতে ছেদ পড়ে।
সাম্প্রতিক সময়ে বিগত চার দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। সাধারণত, তা নিয়ন্ত্রণেই সুদের হার বাড়াতে যাচ্ছে ফেড। এ খবরে ডলারের দাম বাড়তেই ছিল।
গতকাল ডলার সূচক দাঁড়ায় ১০৮ দশমিক শূন্য ৪। গত পরশুর চেয়ে যা শূন্য দশমিক ৪৭ শতাংশ কম। গত বৃহস্পতিবার মার্কিন মুদ্রা সূচক গিয়ে ঠেকে ১০৯ দশমিক ২৯তে। ২০০২ সালের সেপ্টেম্বরের পর যা সর্বোচ্চ।
তবে ১০০ না ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করবে ফেড তা স্পষ্ট নয়। ফলে ডলারের মান কমেছে। কিন্তু অধিকাংশ বিশেষজ্ঞ ধারণা করছেন, ৭৫ বেসিস পয়েন্টই বাড়ানো হবে। এমনটি হলেও অন্যতম আন্তর্জাতিক মুদ্রাটির মূল্য ঊর্ধ্বমুখীই থাকবে।