চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি হবে না এই চিন্তায় আটতলা থেকে ঝাঁপ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ: ১৬ জুলাই, ২০২২ ৩:২১ : অপরাহ্ণ

চাকরি হবে না এই চিন্তায় আটতলা থেকে ঝাঁপ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ইঞ্জিনিয়ারিং পড়েও মানসিকচাপে ভুগছিলেন এক শিক্ষার্থী। চাকরি হবে কিনা সেই দুঃচিন্তা করে আটতলা থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে ২১ বছর বয়সী ওই শিক্ষার্থী। শুক্রবার (১৫ জুলাই) ভারতের পুনের সসগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন ওই যুবক। থাকতেন পশ্চিম পুনের আইটি হাব হিঞ্জাওয়াড়িতে। শুক্রবার সন্ধ্যায় আট তলার ছাদ থেকে ঝাঁপ দেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র।

পুলিশ ওই ছাত্রের ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে উল্লেখ রয়েছে, পড়াশোনা শেষ করার পর কোথাও চাকরি পাবেন কি না, এ নিয়ে সংশয়ে ছিলেন তিনি। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তিনি।

ইতিমধ্যেই ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্র: আনন্দবাজার

Print Friendly and PDF