প্রকাশ: ১৬ জুলাই, ২০২২ ৬:৩৯ : অপরাহ্ণ
নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিরই বিদায়ের ঘণ্টা বেজে গেছে। শনিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায়, নির্বাচন ও রাজনীতির মাঠে আসতে, বিএনপি নেতাকর্মীদের আহবানও জানান তিনি। বলেন, প্রতিকূল পরিবেশ, করোনা ও যুদ্ধের প্রভাব মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে শক্তি দিতে হবে।
১৬ জুলাইকে বাংলাদেশের গণতন্ত্রের বন্দী দিবস বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের চোখের সামনে ভেসে ওঠে ১/১১ নামক অমবশ্যা। আজকের এই দিন ১৬ জুলাই। এই দিন শুধু শেখ হাসিনার কারাবান্দী দিবস নয়। এই দিন বাংলাদেশের গণতন্ত্রের বন্দী দিবস। এই দিন শেখ হাসিনাকে বন্দী করে আমাদের বিকাশমান গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল। সেই ইতিহাস আপনারা জানেন। এর প্রেক্ষাপট আপনারা জানেন।
কাদের অভিযোগ করেন, ২০০৭ সালে যদি একটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা না করত, তাহলে সামরিক শাসন স্থায়ী হতো না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শক্র-মিত্র চিনতে হবে। একবার যারা বিশ্বাসঘাতক, তারা বারবার বিশ্বাসঘাতক।’