প্রকাশ: ১৬ জুলাই, ২০২২ ২:৩৮ : অপরাহ্ণ
অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সন্দেহের জেরে তাঁর মাথা কাটলেন স্বামী। সেই কাটা মাথা হাতে থানার উদ্দেশে ১২ কিলোমিটার পথ হাঁটলেন ৫৬ বছরের ওই ব্যক্তি। পুলিশের কাছে আত্মসমর্পণের কথা থাকলেও তার আগে স্থানীয়রা তাকে পুলিশের কাছে ছোপর্দ করে।
ভারতের ওড়িশার ধেঙ্কানল জেলার চন্দ্রশেখরপুরে এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম নাকাফোড়ি মাঝি ওরফে জান্ডা। স্ত্রীর সঙ্গে পরপুরুষের সম্পর্ক রয়েছে এমন সন্দেহের জেরে প্রায়ই ঝগড়া হত দু’জনের। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আবারও ঝগড়া বাধলে রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথা কেটে ফেলেন স্বামী।
পরের দিন, শুক্রবার সকালে কাটা মাথা হাতে গোন্ডিয়া থানার উদ্দেশে রওনা দেন স্বামী। সঙ্গে ছিল খুনের অস্ত্র। দৃশ্যটি দেখে চমকে ওঠেন স্থানীয় গ্রামের বাসিন্দারা।
স্ত্রীকে হত্যার পরই তার মাথা নিয়ে বাড়ি থেকে ১২ কিলোমিটার হেঁটে চলে থানান দিকে রওনা দেন ওই পাষণ্ড স্বামী। পরবর্তীতে থানায় পৌঁছানোর আগেই স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সূত্র: আনন্দবাজার