চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর সকল সদস্য একদিনের বেতন তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে

প্রকাশ: ১৪ জুলাই, ২০২২ ৪:৫১ : অপরাহ্ণ

সিলেটসহ বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে সংঘটিত স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত জনগণের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) গণভবনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ চেক হস্তান্তর করেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য দিয়েছেন। সেই টাকাই সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করলেন।

Print Friendly and PDF