প্রকাশ: ১৪ জুলাই, ২০২২ ৫:০৯ : অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রলয়ঙ্কর বন্যায় নিখোঁজ কমপক্ষে ৪৪ জন। তাদের সন্ধানে তৎপর ১৮টি উদ্ধারকারী দল।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি। ভেসে গেছে কয়েকটি সংযোগ সেতু। সড়ক ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
অবশ্য এখন পর্যন্ত প্রাণহানির কোনো তথ্য মেলেনি। দুর্ভোগে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এরই মধ্যে রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর। মধ্য-আটলান্টিকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে অঞ্চলটিতে হচ্ছে ভারি বৃষ্টিপাত। যার ফলে, বন্যা-ভূমিধস হচ্ছে। কিছু এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।