কর্মস্থলে ফিরছে মানুষ
প্রকাশ: ১২ জুলাই, ২০২২ ১১:২১ : পূর্বাহ্ণ
ঈদের ছুটি শেষে আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার (১২ জুলাই) প্রথম কর্মদিবসে ভোর থেকে ফেরিতে মানুষ এবং মোটরসাইকেল নিয়ে কর্মমুখী মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পাড়ি দিচ্ছে। লঞ্চেও মানুষের ভিড়।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর সংখ্যা বাড়ছে। রাস্তাঘাটে যানজট না থাকাসহ বাড়তি ভাড়ার অভিযোগ না থাকায় স্বস্তিতেই কর্মমুখী হচ্ছে মানুষ।
শফিকুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘ভোর ৫টার বের হয়েছি। সরকারি চাকরি করি সাভারে। তাই চলে যেতে হবে। খুব ভালোমতো গিয়ে কর্মে যোগ দিতে পারব আশা করি। তবে সবাইকে বাড়িতে রেখে আসতে কষ্ট হচ্ছে। তবু যেতে হবে।’
মাজুল কবির নামের এক যাত্রী বলেন, ‘দীর্ঘ দুবছর পর আমি আমার মায়ের সঙ্গে ঈদ করলাম। সে অনেক বৃদ্ধ। তাকে রেখে এলাম। মন খুব খারাপ। তবু যেতে হবে, তাই যাচ্ছি।’
রফিকুল ইসলাম নামে এক বাইকার বলেন, ‘ভাই, কোনো বাধা ছাড়াই এলাম। কোনো স্থানে কেউ জিজ্ঞাসা করেনি। তাই ভালোমতো এলাম।’ ঘাট ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩৩টি লঞ্চ এবং ২১টি ফেরি চলাচল করছে।