চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে বন্যা, ৫৯ জনের মৃত্যু

প্রকাশ: ১১ জুলাই, ২০২২ ১২:০২ : অপরাহ্ণ

টানা বৃষ্টিতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। এতে কয়েক’শ মানুষ ঘরবাড়ি হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর আল-জাজিরা।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীর দুর্যোগ ও স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জিয়াউল্লাহ ল্যাঙ্গোভ বলেন, প্রদেশের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।  এতে নারী ও শিশুসহ অন্তত ৫৭ জনের মৃতু্য হয়েছে বলে খবর পাওয়া গেছে।  এছাড়া বৃষ্টির পানির কারণে আটটি বাঁধে ফাটল দেখা গেছে।

তিনি আরও বলেন, বৃষ্টি ও বন্যার পানিতে বাড়িঘর ভেঙে গৃহহীন হয়েছে কয়েক’শ মানুষ।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর-পশ্চিমের জেলায় একটি বাড়ি ধসে ছয় বছর বয়সী এক শিশুসহ দুইজন মারা গেছে।  এ ঘটনায় চারজন আহত হয়েছে

Print Friendly and PDF