প্রকাশ: ১১ জুলাই, ২০২২ ৪:৩২ : অপরাহ্ণ
ঈদের দ্বিতীয় দিন। এখনো রেশ কাটেনি ঈদের। তাই অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ কাটাতে সোমবারও (১১ জুলাই) রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটেছেন।
আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ছিল লোকাল ট্রেনও। বিশেষ করে স্বল্প দূরত্বের জেলাগুলোর যাত্রীদের সংখ্যাই বেশি ছিল।
ঘরমুখোরা বলছেন, ঈদের আগে প্রচুর যানজট থাকে। যেতে খুব অসুবিধা হয়। তাছাড়া ঈদের আগে টিকিটও পাইনি। এ জন্য ঈদের পর টিকিট সংগ্রহ করে বাড়ি যাচ্ছি।
তবে ঈদের পরের দিনও রেলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।
তারা বলেন, টিকিট পেতে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।
এদিকে, গাবতলী বাস টার্মিনালেও দেখা গেছে যাত্রীদের উপস্থিতি। ঈদের আগে বাসের টিকিট না পাওয়া ও ভোগান্তি এড়াতেই যাচ্ছেন গ্রামের বাড়িতে।
যাত্রীরা বলছেন, ঈদের আগে যানজটের ভোগান্তি অনেক বেশি থাকে। ঈদের পর যানজট কম থাকার কারণে বাড়ি যাচ্ছি। এখন ঠিক মতো গাড়ি পাওয়া যায়।
তবে, মঙ্গলবার (১২ জুলাই) থেকে ঢাকা ফেরা যাত্রীদের চাপ শুরু হবে বলে মনে করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবহন সংস্থাগুলো।