প্রকাশ: ৯ জুলাই, ২০২২ ১০:৩৮ : পূর্বাহ্ণ
হঠাৎ যেন প্রাণ ফিরে পেয়েছে কোরবানির পশুর হাট। শুক্রবার (৮ জুলাই) বিকেলের পর থেকে বিক্রির ধুম পড়েছে রাজধানীর গাবতলী হাটে। রাতভর চলেছে কেনাবেচা। পশু পছন্দ হলে খুব একটা দরকষাকষিতে যাচ্ছেন না ক্রেতারা।
শুক্রবার সকালের দিকে ফাঁকা গাবতলী হাট বিকেলে হঠাৎ হাঁকডাকে জমজমাট হয়ে ওঠে। এ সময় পছন্দের পশু কিনতে হাটে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। সার্মথ্যের সঙ্গে সমন্বয় করে পশু কিনতে পুরো হাট চষে বেড়াচ্ছেন ক্রেতারা। তাদের সামনে পশুর ওজন আর রঙের গুণকীর্তনে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও।
ক্রেতারা বলছেন, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি। অবশেষে কিছুটা স্বস্তায় কিনতে পারছি। তারা আজ গরু ছাড়ার নিয়ত করেছে বলেই হয়তো কিনতে পারলাম।
বিক্রেতারা বলছেন, হাতে আর খুব বেশি সময় নেই। সামান্য লাভ পেলেই আর অতিরিক্ত দরদামে যাচ্ছেন না তারা।
তারা বলছেন, এক থেকে দেড় লাখ টাকা দামের গরুগুলোই বেশি চলছে। গরুর ওজন ৩০ মণ। দাম হাঁকায় সর্বোচ্চ ৩ লাখ। এক বিক্রেতা জানান, আজ তার ১৮টি গরু বিক্রি হয়েছে।
বড় পশুর বিক্রি কম হলেও ক্রেতা আসছে বলে জানালেন বেপারিরা।