চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

প্রকাশ: ৯ জুলাই, ২০২২ ২:৪৩ : অপরাহ্ণ

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত নামাজের ইমামতি করেন মির্জাখীল দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান। ঈদের নামাজে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদরা অংশ নিয়েছেন।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত

দরবার শরীফ সূত্র জানায়, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, মাদার্শা, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, স›দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ আজ ঈদুল আজহা উদযাপন করছে।

Print Friendly and PDF