চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যৌক্তিক কারণ দেখাতে পারলে মোটরসাইকেল চালকদের ছেড়ে দেবে পুলিশ

প্রকাশ: ৭ জুলাই, ২০২২ ১১:৪১ : পূর্বাহ্ণ

Motor-Bake

ঈদ যাত্রায় বাড়ি যাওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে মোটরসাইকেল চালকদের ছেড়ে দেবে পুলিশ। নিজ মোটরসাইকেলে পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ি যেতে পারবেন মোটরবাইক চালকরা।

বুধবার (৬ জুলাই) পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোটরসাইকেল চলাচলের বিধি নিষেধের বিষয় নিয়ে একাধিক পুলিশ কর্মকর্তা এ কথা বলেন।

সভায় ঈদ যাত্রায় বিআরটিএ মোটরসাইকেল চলাচলে যে বিধিনিষেধ দিয়েছে তা বাস্তব সম্মত নয় বলেও মনে করছেন তারা। যার ফলে জনরোষ তৈরি হবে বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, ঈদে শত শত মানুষ মোটরসাইকেল নিয়ে বাড়ি যায়। পুলিশ কীভাবে তাদের ঠেকাবে। এটি বাস্তব সম্মত নয়। তাদের এ সিদ্ধান্ত জনরোষ তৈরি করবে। তাই বাড়ি যাওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে পুলিশ মোটরসাইকেল চালকদের ছেড়ে দেবে।

উল্লেখ্য গত রোববার (৩ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ৭ থেকে ১৩ জুলাই এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিংও।

এ ঘোষণার কয়েক দিনের মাথায় বুধবার (৬ জুলাই) নৌপথেও মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

Print Friendly and PDF