প্রকাশ: ৬ জুলাই, ২০২২ ৩:০১ : অপরাহ্ণ
কুরবানির ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করেছেন ঠাকুরগাঁওয়ের খামারিরা। কোরবানির ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন খামারে দেখা মিলছে ১১শ কেজি পর্যন্ত ওজনের বড় গরুর। তবে গো-খাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারিরা।
বাদশা যার ওজন প্রায় ১১শ কেজি। শুধু নামে নয় বাদশার চলা ফেরাতেও আয়েশি ভাব। ঠাকুরগাঁও সদর উপজেলার সালামদর গ্রামের সাইফুলের খামারে বেড়ে উঠেছে বাদশা নামের এই গরুটি।
ইউরিয়া, মোলাসেস, ভুষি, খড়, খেসারির ডাল ও চালের খুদ, সব মিলিয়ে প্রতিদিন ৭০০ টাকার খাবার খায় বাদশা। ঈদে বাদশার দাম হাঁকছেন সাড়ে ১২ লাখ টাকা। আর যিনি কিনবেন সাথে পাবেন একটি মোটরসাইকেল।
খামারি সাইফুল বলেন, ১২ লাখ ৫০ হাজার টাকায় যিনি গরুটি ক্রয় করবেন তাকে গরুটির সঙ্গে একটি পালসার মোটরসাইকেল ফ্রি দেবো।
আর তার পরিবার বলেন, উনি যদি লাভবান হন তাহলে মানুষের পশু পালনের প্রতি আগ্রহ বেড়ে যাবে।
মানবদেহের জন্য ক্ষতিকারক ওষুধ প্রয়োগ প্রতিরোধ ও নিরাপদ মাংস উৎপাদন নিশ্চিতকরণে জেলায় কাজ করছে বিভিন্ন উন্নয়ন সংস্থা।
ঠাকুরগাঁও এম আর টিপি প্রকল্প ইএসডিও পিসি বাবুল চন্দ্র বর্মণ বলেন, এই খামারটাও সেরকমভাবে আমরা যাতে নিরাপদভাবে মাংস উৎপাদন করতে পারে সে হিসেবে আমরা ওনাদের ট্রেনিং করিয়েছি। একটা আদর্শ খামারে কি কি বৈশিষ্ট্যগুলো থাকতে হয় সেগুলোর ব্যাপারে আমরা তাদের বুঝিয়েছি।
কোরবানির জন্য জেলায় ৮ হাজার খামারে ১৮ হাজার গরু মোটাতাজা করা হয়েছে।