চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের সহায়তা করা হচ্ছে, পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ৫ জুলাই, ২০২২ ৬:১০ : অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার বন্যার্তদের কি করছে সেটা সবাই জানে। প্রধানমন্ত্রী বন্যার শুরু থেকে সব বাহিনীকে বন্যার্তদের পাশে থাকতে পাঠিয়েছেন। বন্যার্ত সবাইকে সহায়তা করা হচ্ছে। তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবো।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে বন্যার্তদের ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বন্যার্তদের সহযোগিতায় যতদিন প্রয়োজন সেনাবাহিনী থাকবে এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা।

বিএনপির বিষয়ে তিনি বলেন, বিএনপি জনগণ থেকে অনেক দূরে, জনগণ তাদের ত্যাগ করেছে, তাই তারা অনেক কথাই বলে, তারা দিবা স্বপ্ন দেখছে।

এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্না,সুনামগঞ্জ ৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির কর্মকর্তারা।

 

Print Friendly and PDF