চট্টগ্রাম, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রানের নামে বন্যার্তদের মাঝে মুড়ি-কলা বিতরণ করছে বিএনপি: কাদের

প্রকাশ: ৫ জুলাই, ২০২২ ৫:১৮ : অপরাহ্ণ

বিএনপি নেতারা ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করছেন। সত্যিকার অর্থে তারা অসহায় মানুষের পাশে নেই। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ জুলাই) দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, বিএনপি নেতারা ঢাকায় বসে ভাষণ শিল্পের বিকাশ ঘটাচ্ছেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা ঢাকায় বসে ভাষণ শিল্পের বিকাশ ঘটায় এবং ঘরে বসে প্রেস ব্রিফিং করে তারাই এ ধরনের কথা বলতে পারে। তারা (বিএনপি) মানুষের পাশে দাঁড়ায় না। যদিও বা কখনও যায় সেটা হলো নামমাত্র ফটো সেশনের জন্য। আমরা সবসময় দেখে আসছি, বিএনপি নেতারা এটাই করে। তাদের ত্রাণ কার্যক্রম এক ধরনের ত্রাণ বিলাস। ত্রাণ বিতরণের চেয়ে প্রেস ব্রিফিং ও ফটো সেশনে অধিক মনোযোগী তারা।

বিএনপির ঈদের পরে আন্দোলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আন্দোলন, কিসের আন্দোলন, কবে হয়েছিল আন্দোলন। শুনেছিলাম বহুবার, ডাক দিয়েছিল ঈদের পর, ডাক দিয়েছিল পরীক্ষার পর। এখন আবার ডাক দিচ্ছেন বন্যার পর। দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর? দেশের মানুষ জানে, তাদের আন্দোলনের ডাক আষাঢ়ে গর্জনের মতো। এ নিয়ে আমাদের কোনও মাথা ব্যথা নেই।

করোনা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা বাড়ছে। ঈদের পর আরও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়তে পারে। সারা বিশ্বে এই যুদ্ধের প্রভাব পড়েছে।

Print Friendly and PDF