চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু নির্মাণ দেশের আত্মমর্যাদার প্রতীক: স্পিকার

প্রকাশ: ৫ জুলাই, ২০২২ ৫:৩৫ : অপরাহ্ণ

স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, এক সময় তলাবিহীন ঝুড়ি আখ্যা দেয়া হলেও সারা বিশ্বে সক্ষমতা জানান দিয়েছে বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এখন দেশের আত্মমর্যাদার প্রতীক।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে বিজিএমইএ এর নতুর লোগো এবং রোডম্যাপ উপস্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার। বলেন, ১৩ বছরের রাজনৈতিক স্থিতিশীলতার কারণে অর্থনীতি গতি পেয়েছে। বিনিয়োগ বাড়িয়েছেন উদ্যোক্তারা। রেখেছেন সক্ষমতার স্বাক্ষরও। ৫২ বিলিয়ন ডলারের রফতানি আয় প্রমাণ করে অর্থনৈতিকভাবে ভীত মজবুত হয়েছে।

শিরিন শারমিন চৌধুরী আরও বলেন, পোশাক খাতই অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বিশ্ববাজারে অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বলেন, করোনা সংক্রমণ বিশ্বমন্দা তৈরি করেছে। নানামুখী চ্যালেঞ্জও রয়েছে। তারপরও এগিয়ে যাচ্ছে পোশাক খাত। আগামীতে আরও ভালো করবে পোশাক শিল্প।

Print Friendly and PDF