চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে দমকলের ১১টি ইউনিট

প্রকাশ: ৪ জুলাই, ২০২২ ১১:০০ : পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। জানা গেছে, মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানায় এই আগুন লেগেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ৯টি ইউনিট এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এটি মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশের একটি কারখানা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

 

Print Friendly and PDF