চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১ দশকে বিটকয়েনের মান সর্বনিম্ন

প্রকাশ: ২ জুলাই, ২০২২ ১০:৫৪ : পূর্বাহ্ণ

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে প্রান্তিক কাটানোর পথে রয়েছে বিটকয়েন। গোটা বিশ্বে জিনিসপত্রের দাম বাড়ছে। দেশে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল মুদ্রাটির এ দশা হয়েছে। অন্যান্য ডিজিটাল মুদ্রারও মান নিম্নমুখী।

ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লমবার্গ এবং দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি প্রান্তিকে ৫৮ শতাংশ দাম কমেছে বিটকয়েনের। ২০০১১ সালের তৃতীয় প্রান্তিকের পর যা সর্বনিম্ন। ওই সময় এ ক্রিপ্টো হাঁটি হাঁটি পা করে বিশ্ব মুদ্রাবাজারে অগ্রসর হচ্ছিল।

এরপর ক্রিপ্টোকারেন্সির বাজার দ্রুত বেড়েছে। গ্রাহকের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে। গত নভেম্বরে যার আকার দাঁড়ায় ৩ ট্রিলিয়ন ডলার। তবে চলতি বছরের শুরু থেকে এ বাজারে মন্দা দেখা দিতে থাকে।

গত বৃহস্পতিবার ১ শতাংশ হ্রাস পায় বিটকয়েনের দর। ওই দিন লন্ডনে প্রতি বিটকয়েন বিক্রি হয় ২০ হাজার ডলারের নিচে। অন্যান্য ক্রিপ্টোর মানও নিম্নমুখী ছিল। সোলানা ও পলিগনের দরপতন ঘটে ৬ শতাংশ।

Print Friendly and PDF