চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দি বিনিময়

প্রকাশ: ৩০ জুন, ২০২২ ১২:১১ : অপরাহ্ণ

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দি বিনিময় হলো বুধবার। দুই দেশেই ১৪৪ জন করে সেনা মুক্তির খবর নিশ্চিত করেছে কিয়েভ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মারিওপোলের অ্যাজভস্তাল কারখানার প্রতিরোধকারীদের মধ্যে রয়েছেন ৯৫ জন। এছাড়া অ্যাজভ রেজিমেন্টের ৪৩ সদস্য ও ন্যাশনাল গার্ড ইউনিটেরও বেশ কয়েকজন রয়েছেন।

কিয়েভের গোয়েন্দা বিভাগ জানায়, মুক্তি পাওয়া সেনাদের বেশিরভাগই গুরুতর আহত। কেউ কেউ গুলিবিদ্ধ, কেউ বিস্ফোরণে আহত, আবার অনেকেরই হাত-পা ভাঙ্গা। তবে বন্দি মুক্তি নিয়ে রাশিয়ার তরফ থেকে কিছুই জানানো হয়নি।

এদিকে, দোনেৎস্কের রুশপন্থী প্রশাসন জানিয়েছে, একই সংখ্যক বন্দি রুশ সেনাকে ছেড়ে দিয়েছে কিয়েভ। এখনও কয়েকশ’ কিয়েভের সেনা আটকে আছে রুশ সেনাদের হাতে। তাদের কোথায় রাখা হয়েছে তা নিয়ে আছে ধোঁয়াশা।

Print Friendly and PDF