চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন গায়ক কেলিকে ৩০ বছরের কারাদণ্ড

প্রকাশ: ৩০ জুন, ২০২২ ৩:৪৫ : অপরাহ্ণ

শিশু ও মহিলাদের যৌন নিপীড়নের দায়ে মার্কিন গায়ক আর কেলিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় বুধবার (২৯শে জুন) এ রায় ঘোষণা করেন ইউএস ডিস্ট্রিক্ট বিচারক জজ অ্যান ডনেলি। বেশ কয়েকজনের স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে এই রায় দেয়া হয়।

৫৫ বয়সী এই মার্কিন গায়ককে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে র‌্যাকেটিং এবং যৌন পাচারের অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই মার্কিন গায়কের বিরুদ্ধে আনা অধিকাংশ অভিযোগই এনেছে কৃষ্ণাঙ্গ মহিলা।

মার্কিন এই গায়কের দোষী সাব্যস্ত হওয়ার মধ্যে ২৪টি কারণ অন্তর্ভুক্ত ছিল। আর কেলির কর্মজীবনের সাথে সহকর্মী গায়িকাদের প্রতি আপত্তিকর আচরণের অভিযোগ যার মধ্যে অন্যতম।

Print Friendly and PDF