চট্টগ্রাম, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে ঈদুল আজহা কবে জানা যাবে আজ

প্রকাশ: ৩০ জুন, ২০২২ ১:২৭ : অপরাহ্ণ

বাংলাদেশে ঈদুল আজহা কবে জানা যাবে আজ

বাংলাদেশে ঈদুল আজহা কবে উদযাপিত হবে, সেটি জানা যাবে আজ বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আর চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র হজ হবে ৮ জুলাই।

অন্যদিকে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাইয়ের আকাশে বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে ১০ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

Print Friendly and PDF