চট্টগ্রাম, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে নতুন করে ভারী বর্ষণের আভাস

প্রকাশ: ২৯ জুন, ২০২২ ১:২৭ : অপরাহ্ণ

সিলেটে নতুন করে ভারি বর্ষণের আভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) সক্রিয়তায় ফের দেশের উত্তর (রংপুর) ও দক্ষিণ-পূর্বাঞ্চলে (সিলেট) নতুন করে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ জুন) এটা আরও বাড়তে পারে।

সিলেটে গত ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে নতুন করে আতঙ্ক বাড়ছে বানভাসিদের।

এদিকে উজানের ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফের বাড়ছে পানি। তবে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে সিলেট, নেত্রকোণা ও কিশোরগঞ্জে।

বৃষ্টি আর ঢলের কারণে সুরমা-কুশিয়ারার পানি বাড়তে শুরু করেছে। এছাড়া উজান থেকে নেমে আসা পানি দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করছে।

তবে, পানি উন্নয়ণ বোর্ড বলছে বৃষ্টি থাকায় পানি বাড়ছে কিন্তু পুনরায় বন্যার আশঙ্কা নেই।

Print Friendly and PDF