চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল বহনকারী পিকআপ চলাচল নিষিদ্ধ

প্রকাশ: ২৮ জুন, ২০২২ ১১:১৩ : পূর্বাহ্ণ

নিষেধাজ্ঞার মধ্যে যেভাবে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথমদিনই বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। টনক নড়ে দু’জনের প্রাণহানির পর। বিশৃঙ্খলা রোধে অবশেষে তৎপর প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

তবে এরপর দেখা যায় নিষেধাজ্ঞার মধ্যে পিকআপে মোটরসাইকেল তুলে নিয়ে কৌশলে সেতু পার হচ্ছিলেন চালকরা। এবার  তাই পদ্মা সেতুতে মোটরসাইকেল বহনকারী পিকআপ চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুন) সকালে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয়, কোনো মোটরসাইকেলই সেতু দিয়ে পার হতে পারবে না।

এর আগে গতকাল সোমবার (২৭ জুন) সকাল থেকে ৪০০ টাকা ভাড়ায় পিকআপে করে মোটরসাইকেল পাড় করে অনেকেই। পরে দুপুরে মাওয়া টোল প্লাজায় পিকআপে করে মোটরসাইকেল পারাপার আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

Print Friendly and PDF