চট্টগ্রাম, রোববার, ১০ নভেম্বর ২০২৪ , ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল বিজিবির অভিযান বিদেশী পিস্তল,গুলি ও ম্যাগাজিন উদ্ধার

প্রকাশ: ২৮ জুন, ২০২২ ৩:৪৬ : অপরাহ্ণ

মো: সাগর হোসেন,বেনাপোল, প্রতিনিধি: বেনাপোল ঘিবা সীমান্ত এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল,২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।সোমবার সকালে এ অস্ত্রের চালান টি উদ্ধার করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান,অদ্য ২৮ জুন ২০২২ তারিখ সকালে বেনাপোল বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ সাহিবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মেইন পিলার ২৪ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪নং ঘিবা গ্রামস্থ মাস্টার বাড়ী নামক স্থান জৈনক মোঃ উজ্জল মিয়া (৩৫) এর বাড়ীর উত্তর পাশে বাগানের ভিতর ধানের কুড়ার বস্তার মধ্য হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল (USA), ০২ রাউন্ড গুলি এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন এর সিজার মূল্য ১,০১,৪০০/-(এক লক্ষ এক হাজার চারশত) টাকা।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

Print Friendly and PDF