প্রকাশ: ২৭ জুন, ২০২২ ৫:১০ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটার পর একটা দুর্যোগ আসছে। প্রাকৃতিক দুর্যোগ, সমস্যা আসবে। তা মোকাবেলা করেই আমাদের চলতে হবে।
সোমবার (২৭ জুন) সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। এ সময় এবারের বন্যায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আর বন্যার্তদের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান।
শেখ হাসিনা আরও বলেন, সরকারের উদ্দেশ্য দারিদ্র দূর করা। বিজয়ের বেশে মাথা উঁচু করে বেঁচে থাকা। অর্থনৈতিক উন্নয়নে একশটি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে। পাশাপাশি খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষি উৎপাদনে জোর দিচ্ছে সরকার।