চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্টেডিয়ামের স্ট্যান্ড ভেঙে নিহত ৪, আহত অন্তত ৩০

প্রকাশ: ২৭ জুন, ২০২২ ১১:০৫ : পূর্বাহ্ণ

স্টেডিয়ামের স্ট্যান্ড ভেঙে নিহত ৪, আহত অন্তত ৩০

কলম্বিয়ার টোলিমায় ষাঁড়ের লড়াইয়ের সময় একটি স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে অন্তত চারজন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, এল এসপিনালে একটি স্টেডিয়ামের তিনতলা কাঠের স্ট্যান্ডটি দর্শকে পরিপূর্ণ। খবর বিবিসির।

ঐতিহ্যবাহী ‘কোরালেজা’ ইভেন্টে সাধারণ মানুষ ষাঁড়ের মুখোমুখি হওয়ার জন্য রিংয়ে প্রবেশ করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া গুস্তাভো পেট্রো স্থানীয় কর্মকর্তাদের এ ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমি মেয়রদের বলছি মানুষ বা প্রাণির মৃত্যুর সঙ্গে জড়িত আর কোনো ইভেন্টের অনুমতি না দিতে। তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়।

টোলিমার গভর্নর হোসে রিকার্ডো ওরোজকো বলেন, নিহতদের মধ্যে দুই নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে এবং অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একটি ষাঁড়ও স্টেডিয়াম থেকে পালিয়ে গিয়ে পৌরসভায় আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় কাউন্সিলর ইভান ফার্নি রোজাস বলেন, শহরের হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স পরিষেবাগুলো আহতদের সেবা হিসেবে হিমশিম খাচ্ছে।

Print Friendly and PDF