চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ

প্রকাশ: ২৭ জুন, ২০২২ ১২:৪৯ : অপরাহ্ণ

স্বপ্নের পদ্মা সেতু শনিবার (২৫ জুন) উদ্বোধন করা হয়। এরপর রোববার থেকে যান চলাচল শুরু হয় পদ্মা সেতু দিয়ে। প্রথমদিনেই ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে পদ্মা সেতুর ওপর দিয়ে। আর এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) জানিয়েছে, এটি রোববার ভোর ৬টা থেকে সোমবার (২৭ জুন) ভোর ৬টা পর্যন্ত যানবাহন টোলের হিসাব।

এর আগে শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার আগে তিনিই প্রথম টোল দিয়ে সেতু পার হন। তবে সাধারণ যানবাহনের জন্য রোববার সকাল ৬টা থেকে সেতু উন্মুক্ত করে দেয়া হয়।

পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেয়া হয়েছিল, এ সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় পূর্বাভাসের দ্বিগুণের বেশি যান চলাচল করেছে প্রথমদিন। তবে বাসেক সূত্রে জানা গেছে, প্রথম দিনের যানবাহনের বড় অংশই ছিল মোটরসাইকেল।

বাসেকের তথ্যানুযায়ী, প্রথমদিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এ পথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। এ পথে আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

Print Friendly and PDF