প্রকাশ: ২৬ জুন, ২০২২ ৫:৪৪ : অপরাহ্ণ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু কখনোই হতো না। সব বাধাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এ সেতু হওয়ায় সব মানুষ খুশি হলেও বিএনপি নেতারা খুশি নন বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৬ জুন) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বলেন, দেশের সংবাদকর্মীদের পাশাপাশি বিদেশি সব গণমাধ্যমে পদ্মা সেতুর খবর গুরুত্ব সহকারে প্রচার হয়েছে। নিরলস পরিশ্রম করে বিশ্ববাসীর কাছে গৌরবের পদ্মা সেতুর খবর তুলে ধরায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ আরও বলেছেন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র অভিনন্দন জানালেও বিএনপি জানায়নি। এর মাধ্যমেই তাদের ষড়যন্ত্র প্রমাণ হয়।