প্রকাশ: ২৫ জুন, ২০২২ ১১:০৮ : পূর্বাহ্ণ
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক, তার চেয়ে বড় সত্যা আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি।
শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী আপনি প্রমাণ করেছেন, আমরা পারি, আমরা বীরের জাতি তাই আমরা মাথা নত করেনি। কাদের বলেন, শেখ হাসিনার মতো এমন কমিটেড মানুষ যদি না থাকতেন তাহলে এত প্রতিবন্ধতা অতিক্রম করতে পারতাম না।