চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ: ২৩ জুন, ২০২২ ১১:০৯ : পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানান তিনি। পরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও সক্রিয়। বিএনপি ও তাদের দোসরদের মোকাবেলা করাই এখন চ্যালেঞ্জ।

এর আগে ভোরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

Print Friendly and PDF