চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষমতায় গিয়ে পদ্মা সেতুর সমীক্ষা বন্ধ করেছিল বিএনপি, ২৫ জুন-ই উদ্বোধন: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২২ জুন, ২০২২ ১:০৯ : অপরাহ্ণ

আগামী ২৫ জুন-ই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় গিয়ে পদ্মা সেতুর সমীক্ষা বন্ধ করেছিল বিএনপি। বহু কাঠখড় পুড়িয়ে এটি নির্মাণ করা হয়েছে। বিশ্বব্যাংকও মুখ ফিরিয়ে নিয়েছে। পদ্মা সেতুতে বিদেশি কোনও প্রতিষ্ঠান অর্থায়ন করেনি। সম্পূর্ণ দেশের টাকায় নির্মিত হয়েছে এ সেতু। তাই এটি আমাদের গৌরব ও অহংকারের প্রতীক।

তিনি বলেন, পদ্মা সেতু বিশ্বের সেরা উপকরণ ও মানে নির্মাণ করা হয়েছে। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে এতে অর্থায়ন বন্ধের ষড়যন্ত্র হয়েছিল। বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে। এই সেতু নির্মাণে যারা সন্দেহ প্রকাশ করেছেন, তারা পরাজিত মনোভাবের।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

 

Print Friendly and PDF