চট্টগ্রাম, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেটে প্রধানমন্ত্রী

প্রকাশ: ২১ জুন, ২০২২ ১১:১০ : পূর্বাহ্ণ

বন্যাদুর্গতদের দেখতে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে মঙ্গলবার (২১ জুন) পৌনে ১০টার দিকে হেলিকপ্টারে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জেলা সার্কিট হাউজে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার (১৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। এ সময় তিনি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন তিনি।

গত ১৫ থেকে ১৭ জুন ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।

 

Print Friendly and PDF